ভিউ (View) মেনুঃ অটোক্যাডের তৃতীয় মেনুটি হচ্ছে ভিউ (View) মেনু। View নামের উপর ক্লিক করলে অথবা কীবোর্ড হতে Alt + V কী দুইটি এক সাথে চেপে View মেনু ওপেন করা যায়।
নিচে View মেনুর বিভিন্ন অপশনের বর্ণণা করা হলোঃ
Redraw : এই অপশন ব্যবহার করে সকল View port রিফ্রেশ করা হয়।
Regen : এই অপশন চলতি View port কে রিফ্রেশ করে এবং ড্রয়িং রিজেনারেট করে।
Regen All : এই অপশন সকল View port কে রিফ্রেশ করে এবং ড্রয়িং রিজেনারেট করে।
Zoom : Zoom অপশনের মাধ্যমে কোন ড্রয়িং বা অবজেক্টকে বিভিন্ন উপায়ে Zoom করা হয়। Zoom অপশনের বিভিন্ন সাবমেনু রয়েছে। যেমন- Real time, Previous, Window, Dynamic, Scale, Center, In, Out, All এবং Extents ।
Pan : কোন ড্রয়িং বা অবজেক্টকে এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করার জন্য Pan অপশনটি ব্যবহার করা হয়। Pan অপশনের বিভিন্ন সাবমেনু রয়েছে। এগুলো হলো- Real-time, Point, Left, Right, Up, Down ।
Arial View : এই অপশনটি Arial View উইন্ডো প্রদর্শন করে।
View ports : একটি ভিউপোর্টকে একাধিক ভিউপোর্টে বিভক্ত করা এবং একাধিক ভিউপোর্টকে একত্রিত করার জন্য এই অপশনটি ব্যবহার করা হয়।
এই অপশনের বিভিন্ন সাব মেনু রয়েছে। যেমন- Named View ports, New View ports, 1Viewports, 2Viewports, 3Viewports, 4Viewports, Polygonal View ports, Object, এবং Join|
Names Views : এই অপশনটি সিলেক্ট করলে নতুন ড্রয়িং তৈরি করা অথবা র্পর্বে সংরক্ষিত কোন ভিউ Restore করা যায়। এটি সিলেক্ট করলে একটি ডায়ালগ বক্স আসে।
3D Views : এই অপশনের দ্বারা বিভিন্ন ভাবে ত্রিমাত্রিক ভিউ সেট করা যায়। 3D Views মেনুর বিভিন্ন সাব মেনু রয়েছে।
3D orbit : এই অপশনটি 3D তে কোন অবজেক্টের মিথস্ক্রিয়া প্রদর্শন নিয়ন্ত্রণ করে।
Render : কোন ইমেজকে অধিক বাস্তব সম্মত তৈরি করতে Render ব্যবহার করা হয়।
Display : এই অপশনটি UCS আইকন Attribute ও টেক্সট উইন্ডোর প্রদর্শন নিয়ন্ত্রণ করে।
Toolbar : অটোক্যাডের যে কোন টুলবারকে প্রদর্শণ করা, কাস্টমাইজ করা এবং অপসারন করার জন্য এেই অপশনটি ব্যবহৃত হয়।




No comments:
Post a Comment